এই তো সেদিন হাসপাতালে
কান্নার শোরগোল,
'লক্ষ্মী এলো' বলে সবাই
করছে কোলাহল।
কোজাগরী পূর্ণিমা রাত
শুভ প্রভাত কালে,
'ঘর গৃহস্থ পূর্ণ হলো.. '
মা মাসিরা বলে।
কদিন পরেই হামাগুড়ি দেয়
হাঁটি হাঁটি পা করে,
টলতে টলতে সামলে আবার
চলতে চলতে পড়ে।
'পাপ্পা, মাম্মি' মুখের বুলি
ময়নার মতো বোল,
অনবরতই কতনা প্রশ্ন
বকছে অনর্গল।
স্কুলেতে নাম লেখালো
লাগলো দ্বারে গাড়ি,
পাঁচ ঘন্টা কাটছে কেমনে
মাতা পিতাকে ছাড়ি!
আজকে আবার জিদ করলো
সাজবে মাসির মতো,
মাসির মতোই কনে সাজবে
নাছোড় আদিখ্যেতো।
"মেয়ে সংসারের বোঝা"
ভাঙলো মনের ভুল,
"মেয়েই হলো ঘরের শোভা"
আনন্দে মশগুল।