গ্রহণ কি আর আজকেই শুধু?
লেগেছে সে তো কবে,
পৃথিবীর বুকে মহামারী নিয়ে
আতঙ্কে আজ সবে।
দাউদাউ করে জ্বাললো আমাজন
কোটি-কোটি নিল প্রাণ,
প্রকৃতির রোষে অসহায় মানুষ
নিস্বর্গ, আমফান।
দিকে দিকে আজ কাঁপছে পৃথিবী
ভূগর্ভের আলোড়নে,
ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুর ত্রাসে
সব-বন্দি গৃহ কোনে।
গ্রহণ আজকে আকাশে-বাতাসে
গ্রহন প্রতি নিঃশ্বাসে,
গ্রহণ তো আজ সুসম্পর্কেও
একে অপরের বিশ্বাসে।
গ্রহণ লেগেছে শিক্ষায়-দীক্ষায়
গ্রহণ পূজা-পাশায়,
গ্রহণ লেগেছে মুখের হাসিতে
গ্রহণ মুখের ভাষায়।
গ্রহণ লেগেছে জীবিকার কোপে
গ্রহণ লেগেছে আয়ে,
গ্রহণ লেগেছে আনন্দ সুখে
গ্রহণ লেগেছে ব্যয়ে।
গ্রহণ লেগেছে শ্রমিকের পাতে
কৃষকের শষ্য ক্ষেতে,
ফেরুকিয়াদের রুজি রোজগারে
লবণের ছিটা ক্ষতে।
কুলি-মজদুর খেটে খাওয়াদের
গ্রহণ লেগেছে থালায়,
দ্বারে-দ্বারে যারা হাত পেতে ফিরে
গ্রহণ আজ সে ঝোলায়।
গ্রহণ লেগেছে ভূস্বর্গ ভূমিতে
বইছে রুধির ধারা,
গ্রহণ তাদের প্রতি স্বজনের
শহীদ হলেন যারা।
গ্রহণ সে কোল শূন্য মায়ের
হারালো অমূল্য ধন,
যে পিতা,যে স্বামী হারালো
অন্তহীন তাদের গ্রহণ।
সৌর জগতে চাঁদের আড়ালে
সে তো সাময়িক গ্রহণ,
অসহায়ের পাশে দাঁড়ায় এসো
বেদনার করি হরণ।
২০/০৬/২০
ছবি-ফেসবুক সংগৃহীত