গ্রহণ শব্দটির অস্তিত্বই সাময়িক,
সে ধর্ম বিষয়ক যুক্তিই হোক
বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি।
সৌরজগতের সর্ব শক্তিমানের উপর প্রভাব ফেলে,
মানুষ তো ক্ষণস্থায়ী জীব মাত্র।
গ্রহণেরও এক সৌন্দর্য আছে
আর তা যদি উপভোগ্য হয়ে উঠে
তখন কঠিন সময়কেও জয় করা যায়।
চন্দ্র সূর্য ছাড়া নয়টি গ্রহেরও গ্রহণ লাগে,
কোন কোন গ্রহ তো কয়েক দিন,
কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহণেই নিমজ্জিত থাকে।
গ্রহণ ছেড়ে গেলে
পুনরায় স্বমহিমায় জেগে উঠে
পূণ্যস্নানে স্বতস্ফূর্তভাবে।
রচনা ১৭/০৭/১৯