আজকে রাতে উল্টো করে
রাখলে নাকি মোজা,
উপহার নিয়ে সান্তাক্লোজ
আসবে নাকি সোজা।
কেক আনবে, টফি আনবে
আনবে চকলেট,
বই পত্তর, চক, পেনসিল
আনবে খাতা স্লেট।
কিম্বা ছোটো খেলনা গাড়ি
নাহয় পুতুল জোড়া,
কিম্বা একটা টেডি বিয়ার
নাহয় একটা ঘোড়া।
সেসব নিয়ে খেলবো আমি
নাম না জানা খেলা,
ভোর সকালে কিম্বা দুপুর
কিম্বা সাঁঝের বেলা।
বই পত্তর, খাতা, পেনসিল
সেসব যদি আনে,
স্কুলেতে নাম লেখাবো
শিক্ষকেরই সনে।
মনযোগ দিয়ে পড়বো আমি
শিক্ষক যখন রবে,
কেক, চকলেট, বিস্কুট খাবো
টিফিন যখন হবে।
কিন্তু এসব স্বপ্নগুলো
সত্যি হবে না যে,
বাবা আমার মারা গেছে
মা তো গেছে কাজে।
পরার কাপড়ই নেই তো ভালো
নেই তো আমার মোজা,
বৃথা আমার উপহার চাওয়া
বৃথা সান্তা খোঁজা।
মাও বলে "শোনরে খোকা
বৃথাই স্বপ্ন দেখো,
আমরা গরীব, গরীবের ঘরে
ঈশ্বরও আসে নাকো!"
স্বত্ত্ব সংরক্ষিত @ মূলচাঁদ মাহাত