আসরের শ্রদ্ধেয় প্রিয় কবি শ.ম.শহীদ মহাশয়ের ০৫/০৬/১৮ তারিখ প্রকাশিত "হিসসসসসসসসস্" কবিতার উত্তরে আমার মনোভাব।
ইস্স্স্স্স্স্স্স্স্স্স্স্
যন্ত্র কি আর কাব্য লেখে
মনের যত ধাঁধা,
মানব মনের ভাবনা গুলি
খাতার পাতায় বাঁধা।
যন্ত্র কি আর স্বপ্ন দেখে
ভাবনা কি রয় বুকে,
কল্পনাই আকাশ মাঠে
উড়বে মনের সুখে?
স্মৃতির পাতার সুখ দুঃখ
ভবিষ্যতের স্বপ্ন,
সূর্যালোকে শিশির কণাও
ভাবতে পারে রত্ন?
যন্ত্র তাহা পারবে নাকো
পারবে শুধু কবি,
মনের মতো খাতার পাতায়
আঁকতে পারে ছবি।
ভরিয়ে তোলে জীবন বোধে
মানব মনের কথা,
আনন্দ ব্যথা, হাসি কান্নায়
চঞ্চল নিরবতা।
যন্ত্র হোক না অন্য কাজে
মানুষের সহায়ক,
সৃষ্টি সুখের উল্লাসে কবিরা
সুচনার বিনায়ক।