একবিংশ শতাব্দীর গ্রামের বাইরে
একটা লোকের বাস ;
মাটির পৃথিবীর মুক্তাঙ্গনে
তার অবাধ নিশ্বাস।
একা, নি:স্ব, রীক্ত, অসহায়
সময় কাটে নির্জনে;
কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত সে
এ কথাটা সবাই জানে।।
-- • --
একবিংশ শতাব্দীর ভিড়ের মাঝে
একটা শিশু থাকে ;
চৌদ্দ হয়নি যাদের বয়স
সে তাদের নাহি ডাকে।
ভোর না হতে কাপ প্লেট আর
টেবিল মোছার কাজ ;
খাতা, পেনসিল, বইপত্র
ছুঁড়ে ফেলেছে আজ।।
-- • ---
একবিংশ শতাব্দীর ভাঁড়ার ঘরে
যে মেয়েটি খেলে ;
তাকে বিয়ে দিয়ে মুক্ত হবে
তার বাবা একথা বলে।
এক বৎসর পর সে মেয়ে
কাঁদে প্রসব ব্যথায় ;
ছটপটানি সমাপ্ত হলে
সবে করে 'হায় হায়'।।
--- • ---
একবিংশ শতাব্দীর সমাজ আজ
বিচার করেছে শুরু ;
গ্রামের যত বিধবা তাদের
বুক করে দূরু দূরু।
হারুর ছেলে টাইফয়েডে
মারা পড়েছে সবে ;
বুধনী বিধবাকে বিবস্ত্র করে
'মারো রে মারো রে' রবে।।
--- • ---
একবিংশ শতাব্দীর বিষাক্ত সাপে
কেটেছে যে লোকটিকে ;
ওঝা এসে ঝাড়ফুঁক করে
মন্ত্র আওড়াতে থাকে।
যখন ধীরে ধীরে নাড়ী তার
শিথিল হয়ে আসে ;
তখন বলে "চল নিয়ে যায়
ডাক্তার বাবুর আবাসে"।।
--- • ---
রচনা কাল ৩০/১০/২০০৭