আমার কর্ণ কুহরে পর্দা ছিঁড়েছে
     বধির আমি আজ ;
আমার মনে সঞ্চিত ব্যথা,
      দ্বিধা, দন্দ, লাজ।
নিজেই নিজে আক্রোশে মরি
    ভয়, ঘৃণা, গ্লানি ;
অদৃষ্টে আমি কখনো দেখি
       মহাকালের টানাটানি।
ক্রমে ক্রমে আজ দূরত্ব বাড়ায়
        আত্মিয় বন্ধু সব ;
যবনিকা পতন হয়ে গেল আজি
       আনন্দের উৎসব।
জীবনের এই চলার পথ
        নয় যে মসৃণ ;
ভাবনা আমাকে জড়িয়ে ধরে
      করে দিল দীন হীন।
তবু, কাছে থেকে কাছে এলো আরো
     আমারে ভালোবাসি ;
বলে "ভয় কেন, আমি তো আছি"
     সে আমার প্রেয়সী।


বল্লো- "একবার ঘুরে দাঁড়াও.....

কলেজ জীবনে লিখেছিলে তুমি
    কত না কাব্য গীতি ;
ধুলিকণা ঝাড়ি সম্মুখে ধরো
    আদরে প্রণয় প্রীতি"।
তাই হলো শেষে জীর্ণ খাতারে
  সোহাগে নিয়েছি তুলি ;
সেই কবিতায় এনে দিল আজ
   শত শুভেচ্ছার ডালি।
বধিরতারে ঝেড়ে ফেলে দিয়ে
  রব না বসে আর ম্লান ;
শুধু লিখে যাব আনন্দ ধারায়
     জীবনের জয়গান।।

রচনা কাল
০৫/০১/২০১৮