জীবন স্রোত - ১
=========


অজয় নদীর কাব্য ধারায়
মুগ্ধ হয়ে গেলাম ভেসে।
প্রিয় কবি লক্ষ্মণ ভাণ্ডারীকে
জানাই শ্রদ্ধা ভালবেসে।।
ধন্য কবির জন্ম ভুমি
অজয় নদীর তীরে।
জয়দেবেরও লীলাভুমি
এই নদীরই ধারে।।
অজয় নদীর গতির ধারা
জীবন স্রোতের মতো।
সুখে দুখে আনন্দ ব্যথায়
বইছে অবিরত।।
জন্মের ন্যাতা মৃত্যুর চিতা
ধুয়ে মুছে নিয়ে যায়।
ফসল ফলায়ে জীবন পালনে
হয়েছে সে সহায়।।
যুগ যুগ ধরে কল্‌ কল্‌ স্বরে
নীরব বহিয়া চলে।
অজয়ের ধারা জীবনের পারা
সুখ দু:খের কথা বলে।।



জীবন স্রোত - ২
======



অজয় নদীর বালুচরে
তপন নামে পাটে,
গোধূলি বেলার রশ্মিমালা
চিকচিক করে তটে।
সুখ দুখের কথা বলে
অজয় নদীর ধারা,
হাসি আনন্দ ব্যথা বেদনা
জীবন স্রোতের পারা।..."


দুটি কবিতাই অনেক আগে মন্তব্যের পাতায় লেখা হয়েছিল।কালের স্রোতে হারিয়ে যাওয়ার আসঙ্কায় পাতায় স্থান দিলাম।