ভাবা যায়?
=====
যে পাত্র কন্যা দেখে গেল, এলেন তার বাবা,
বলেন- "পাত্র বেঁকে গেছে সে তো একটা হাবা,
অবশেষে বিয়েতে আমি রাজি,
ইজাব পড়তে ডাকুন কাজি।"
পাত্রীর মা কনে সাজেন এও কি যায় ভাবা !
-----------------------------------------
পাগলা পানি
======
পাগলা পানি জানতাম না জানতাম সুরা মদ
সভ্য সমাজে বিক্রি বাটায় আইন কানুন রদ,
কোথা পায় কেউকি বলবে?
ইংলিশ নয় তো দেশি চলবে
সন্ধ্যা বেলা কানা গলিতে পেয়ে আনন্দে গদগদ।