কোন এক উচ্চ মধ্যবিত্তের
বিবাহ উপরান্ত প্রীতি ভোজের অনুষ্ঠান।
আনন্দ উচ্ছাসের প্রবল বন্যা
গায়ে পারফিউমের সেন্টে
এক ঝাঁক যুবতি প্রজাপতি,
সুসজ্জিত ফুলের তোড়ায় অকৃত্রিম সুবাস,
লজের পেছন থেকে,
থেকে থেকে আসছে উগ্র পানিয়ের ঘ্রাণ,
রান্নাচালা থেকে আসছে
পলাও পায়েস ছাড়াও
নানান সুস্বাদু রান্নার বাসনা।
এই অনুষ্ঠানে বেমানান এসেছিল
এক দূর সম্পর্কিত কৃষক দম্পতি।
রকমারি পদের সুস্বাদু খাবারে রসনা তৃপ্ত করে
সবাই নাক সিটকে একথায় বলল.....
''চাষীদের শরীর থেকে নির্গত হয় দুর্গন্ধ !"