আসরের সবার শ্রদ্ধেয় কবি সঞ্জয় কর্মকার মহাশয়ের "নানার ঘরে দোল" এবং প্রিয় কবি রঞ্জন গিরি মহাশয়ের একক বর্ণ কবিতা গুলি থেকে অণুপ্রানিত হয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সেই কারণেই আমার এই কবিতা "দোলের দিনে দাদুর দ্বোরে" আসরের দুই প্রিয় কবি সঞ্জয় কর্মকার ও প্রিয় কবি রঞ্জন গিরি মহাশয়দ্বয়ের শ্রীচরণে উৎসর্গ করলাম।
দোলের দিনে দাদুর দোরে
==============
মূলচাঁদ মাহাত
দোলের দিনে দোল খেলতে
দাদুর দোরে গেলে,
দিদা তখন মুচকি হেসে
দ্যোদুল দ্যোদুল দুলে।
দৃষ্টি ট্যারা করে দাদু
দিদার দিকে দেখে,
দিদার দরদ আমার প্রতি
দাদুর বিঁধে বুকে।
দিদা আমার গালে গুলাল
দু হাতে মাখায়,
দাদু তখন দ্যোদুল দ্যোদুল
দুলকি দুলে যায়।
দিদার বয়স অল্প অতি
দৈব দোষে দিদা,
দাদুর সাথে করল সাঙা
দিদার কপাল ছেঁদা।
দরাজ দিলের দিদা আমার
দৌরাত্ম দাদুর সহে,
দীন দুখিনী দিদা তবুও
দাদুর সাথেই রহে।
দিদার দোস্তি আমার সঙ্গে
দাদুও দোসর খুঁজে,
দামড়া ছোঁড়া আমায় বলে
দেশনা দিতে মজে।
দুজনায় দণ্ডবৎ করে বলি
দাম্পত্য হোক সুখে,
দাদুপন্থী হয়ে বিদায় নিলাম
দিদার দোল মুখে।