জ্বরে কাহিল আমার দিদা
যায় আমি দেখতে তারে,
জামবাটিতে সাবু গুলে
জয় ফল নি তার তরে।

জ্বর মাপতে নাড়ি তার
যখন ধরি হাতখানি,
জংলী দাদু সন্দেহ বসে
জোর করে নিলেন টানি।

জোয়ান ছোঁড়া হাত দিবিরে
যুবতি যে আমার বউ,
জুৎসই করে থাকনা বাপু
জো নেই হাত দেবে যে কেউ।

জোহার করি তুমি দাদু
জলন্ত অগ্নিপিন্ড এক,
যায় আমি চলেই যায়
জোরাজুরিতেও আসবো না দেখ।

যারে শালা কে ডাকে তোকে
জোঁকের মতো এসে লটকে যাস
জানি তোর চলন ভালো না
জোর করে জড়াতে চাস।

জোহার জোহার জোহার করি
জোহার তোমার আসবো না দ্বারে,
যাই আমি আজ চলেই যায়
জন্মান্তরেও আসবো না ফিরে।


জোহার>প্রণাম(আঞ্চলিক ভাষা)