ধান সিঁড়িটির তীরে খুঁজি,
বনলতাদের ভিড়ে,
শিশিরের ঘ্রাণেও খুঁজি,
দেখি পাখীর নীড়ে।
কল্লোল যুগে ভিন্ন ধারায়
'বর্ষা আবাহন,
উপন্যাসে 'মাল্যবান' ও
'সুতীর্থ', 'চারজন'।
উটের গ্রীবার মতো
খুঁজি নিস্তব্ধতা,
'হাজার বছর ধরে' হেঁটে
ক্লান্তি বিষন্নতা।
গভীর অসুখে আজও
পৃথিবী আচ্ছন্ন,
দ্বিধা দ্বন্দ্ধ সংশয়ে
বিস্ময় বিপন্ন।
'সাতটি তারার তিমির' রাত্রি
এ 'রূপসী বাংলা'য়,
'বেলা অবেলা কালবেলা'তে
'মহা পৃথিবী' ধায়।
'ঝরা পালক', 'বনলতা সেন'
'ধূসর পাণ্ডুলিপি',
এই বাংলায় আসিবে ফিরে
বলেছিলে চুপিচুপি।
রচনা- ১৫/০২/২১