হায় দয়াময়                কঠোর নির্দয়
            ভবসাগরের মাঝে,
আমায় ঠেলে               কি অবহেলে
        ভুলে আছো কোন কাজে।
মাঝ দরিয়া                  আকুল হিয়া
            অথৈ সলিলে ভাসি,
কূল কিনারা                  পথের হারা
             তীরের অভিলাষী।
অগাধ পানী             সাঁতারে অজ্ঞানী
             হাবুডুবু যায় তাতে,
কর হে পার                এই পারাবার
              পারের নৌকোতে।
পরান মম                     প্রদীপ সম
              দপ্ দপ্ করে জ্বলে,
মোমের বাতি               অশ্রুর ভাঁতি
               নয়ন ধারায় গলে!




স্থান-কর্মা, রামগড়,ঝাড়খন্ড