দত্তক নিলেন পুত্র দাদু
দিদার কথায় মেনে,
দান দক্ষিণা করলেন খুব
দধীচি নিজ জ্ঞানে।
দম্ভ তাহার ভেঙ্গে গেল
দর্প হল চুর্ণ,
দত্তক পুত্রে অসুখী দাদু
দিদার মন পূর্ণ।
দীর্ণ হিয়া দাদুর প্রাণ
দত্তকে নয় সুখী,
দুশ্চিন্তা বাড়ছে মনে
দুর্ভাগ্যে হন দুখী।
দর্শন হেতু যাবেন দাদু
দাক্ষিনাত্যের দেশে,
দানাপানির পুটলি নিয়ে
দিগম্বরের বেশে।