তোমরা আমায় কবি বলো
                   আমি কি আর কবি,
দু বেলা পেট ভরে খাব
                  সেই কথাটাই ভাবি।
কবিতা লিখে ভরে না পেট
                  চলে না যে সংসার,
দু:খ দুর্দশায় জীবন কাটে
                   কবিদের পরিবার।
জন্ম আমার চাষীর ঘরে
                 চাষ আমারও পেশা,
চাষ করে হয় উদর পূর্তি
            চাষেতেই আমার আশা।
ক্ষেত খামারে খাটি রে ভাই
                  মাঠে ঘাটেও খাটি,
লাঙ্গল লয়ে ক্ষেত চষি ভাই
                  আলের মাটি কাটি।
গরু ছাগল আছে মোদের
                  হাঁস মুরগিও রাখি,
তাদের সাথে আষ্টেপৃষ্টে
              জড়িয়ে আমরা থাকি।
চাষ আবাদে দিন কেটে যায়
                আরো কত ঝমেলা  
কাজে কাজে বুঝতে পারি না
            কখন কেটে যায় বেলা।
রাত্রি যখন প্রগাঢ় হয়
            নিয়ে বসি কলম-খাতা,
কয়েকটি পংক্তি জুড়তে গিয়ে
         হয়ে যায় আমার কবিতা।
বন বাদাড়ের কবি আমি
                 মাঠে ঘাটের কবি,
ক্ষেত খামারে কাজের ফাঁকে
              দুএক টা ছন্দ ভাবি।
এই করে কি আর কবি হয়
            তবু মনের কথা গাঁথী,
এর থেকে যে শষ্য ফলে
        সে আমারই কাব্য গীতি।


রচনা
২৭/১২/২০১৭
নিজ গৃহ কুটির