অজান্তে রাত তিনটা বাজে,
আমার কবিতাই,
তোমার স্মৃতিতে;
আর একটা রাত বিগত হয়
বিনিদ্র প্রহরে।
তোমায় নিয়ে লিখেছি কত যে কবিতা,
তোমার স্মৃতিতে কেটেছি কত যে রজনী,
তোমার স্বপ্নে হয়েছি কতদিন বিভোর,
কত মুহুর্ত হয়েছি আত্মহারা
তার ইয়াত্তা নেই.....
জানি না
তুমি আমার জন্য কি ভাবো;
ভাবতে বলবো না।
ভাবনা মানুষের আয়ুকে ক্ষয় করে
---আমি ভালবাসি তাই....
তোমার জন্য রেখে যাব একটি কবিতা,
যে তোমার হৃদয়ে রেখা কেটে যাবে।
যে কবিতা আমার হৃদয়ে রেখা টেনে গেছে,
দিয়ে গেছে প্রেম! প্রেম এর বিনিময়ে!