আমার ছেঁড়া কবিতার পাতা
আজ হয়েছে সদায়ের খাতা
লেখি তেল,নুন,মশলা
ছিঁড়া পাতার মন জ্বালা
জানায় না কভু বেদনা ব্যথা।।
আগামী দিনে হয়তো বা তারা,
হতে পারতো এক কাব্য ধারা,
কিন্তু এখন হেঁসেলে এসে
হলুদ হাতে ঘেঁষা ঘেঁষে
অনুশোচনার হাহাকারে স্বপ্নহারা।।