লেখাটা পুরোনে, সংরক্ষণের জন্য পোষ্ট করলাম।
"ওই ওই ওই ওই তো রে
ওই তো ছেলে ধরা,
মার মার মার" মেরে মেরে
করলো রে আধমরা।
করজোড়ে সেই বেচারি
শুধুই আঁ আঁ করে
"এদেরও প্রতি দয়া ধর্ম?
মারো রে জোরে জোরে"
অবশেষে সে জ্ঞান হারালো
নিথর হলো দেহ,
চুপিসারেতে থানা পুলিশে
খবর দিল কেহ।
পুলিশ এলো নিয়েও গেল
সুস্থ করলো তারে,
কোথায় বাড়ি, নাম ঠিকানা
ওকে জিজ্ঞাস করে।
সে বেচারি ছিন্নমূল আর
জন্মগত বোবা,
ছেলে ধরার আতঙ্কিরা
বসিয়ে দিল থাবা।
হৈ হৈ রব উঠে দেখলে
অপরিচিত কেহ,
ছেলে ধরাই হতে পারে
এটাই সন্দেহ!
সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে
ওদের বিজ্ঞাপণ,
নিজের শিশু আগলে রাখি
আতঙ্ক আজ মন।
করজোড়েতে সবার প্রতি
একথা রাখছি বলে,
ছেলে ধরা সন্দেহ হলে
পুলিশে দাও তুলে।