মুখটি তুলে হাসিও যেন
দেখলে কথা বলিও,
যাবার সময় আদর করে
'আসছি' বলে চলিও।
যেতে যদি না লাগে মন
আমার দিকে বাড়িও,
তোমার কাছে বসতে চাইলে
আঁচল যেন পাড়িও।
ক্লান্তি আমার লাগে গো তবে
কোলটা যেন পাতিও,
আমার প্রতি প্রেম জাগলে
আমার হাতে হাত দিও।
ভালবাসার পথে যেন
আমার সাথে সাথ দিও।
'সমাজ' ও 'আমার' চয়ন কালে
যেন সমাজটাকেই বাদ দিও।





রচনা-৩০/১০/১৯৯৮