যখন চাষীদের জল প্রয়োজন
তখন দিল না কেউ,
এখন যা টুকু হয়েছে নষ্ট করতে
বরুণদেবের ঢেউ!
খামারের উপর জল থৈ থৈ
ভিজছে ধানের গাদা,
উপরের ধান অঙ্কুরিত
নিচের ধানে কাদা।
ফড়েরা এবার সুযোগ পাবে
বলবে- "ধান তো ভিজা,
মূল্য দিয়ে ভিজা ধান কিনে
বাড়বে মোদের বোঝা"।
সরকার তো গদিতে বসেছে
কিষাণ মাণ্ডি খুলে,
তার বেতন ভূক্ত কর্মচারী
আয়েস করে দুলে!
বাধ্য চাষী ফড়েদেরকেই
বিক্রি করবে ধান,
মড়ার উপর খাড়ার ঘাতে
রক্ষা করবে প্রাণ।
চাষীদের ব্যথা কেউ বোঝে না
কেউ ভাবে না সামান্য,
যারা সবার পেটে অন্ন যোগায়
তারাই থাকে নিরন্ন।
রচন-১৮/১২/১৮(পেতি ঝড়ের দ্বিতীয় দিনে)