আতঙ্ক আজ বিশ্ব জুড়ে
হারালো সুর ছন্দ,
স্কুল কলেজ অফিস কাছারি
খেলাধুলাও বন্ধ।
উন্নত দেশগুলির যদি হয়
দুর্বিসহ পরিণাম,
আমাদের এই গরীব দেশে
জপছে আল্লা রাম।
আমিও আজ করোনা ভয়ে
কাটছি আতঙ্কেতে,
অবশেষে সেই ঈশ্বর সহায়
গেলাম মন্দিরেতে।
কি করে জেনে পুরুত বলেন..
"আছেন বেশ চিন্তায়?"
আমি বল্লাম "করোনা ভয়ে
আতঙ্কে দিন যায়,
ছাপোসা এক মানুষ আমি
আছে ঘর গৃহস্থ,
তাই শেষে দেবতারে স্মরে
হয়েছি দ্বারস্থ।"
পুরুত বলেন-"বাড়াও হাত"
চোখ বুজে বাড়ালাম,
দিলেন পুরুত চরণামৃত
তৎক্ষনাৎ  খেলাম।
বলি-"ঠাকুর এ কি চরণামৃত
এ কেমন স্বাদ বলো"?
পুরুত বলেন -"খেলি কেন,
স্যানিটাইজার ছিল???