চোখে দাদুর চশমা আঁটা
চশমা যেন গান্ধীবাদী,
চরণে তার খড়ম দুটি
চাদর কামিজ বস্ত্র খাদি।
চন্দ্রচূড়ে করেন পূজা
চৈত্র মাসের শেষে,
চাটানী পাড়া শিব মন্দিরে
চড়ক মেলা বসে।
চান্দবদনা দিদাকে নিয়ে
চক্কর কেটে আসেন,
চুমুক দিতে দেশি গেলাসে
চোলাই ভালবাসেন।
চাকচিক্য বসন দিদার
চাঁদনী পারা চমকে,
চুরুট মুখে দাদু পেছনে
চলেন থমকে থমকে।
চিকণ চাকণ হয়ে আমি
চিত্ত চাঞ্চল্য মনে,
চিমটি কাটি দিদার গায়ে
চমক দাদুর প্রাণে।
চুমুদি আমি দিদার গালে
চড়ক মেলায় এসে,
চড়চড়িয়ে রাগেন দাদু
চাবকাতে চান কষে।
চক্ষু লজ্জা নাইরে শালা
চক্ষুশূল তুই আমার,
চড়াৎ করে দিব গালে
চারদিক দেখবি আঁধার।
চরণ ছুঁয়ে দাদুর বলি
চিত্ত বিকার থামাও,
চোখের বালি ভেবো না মোরে
চরণ দুজনায় দাও।