আরে.....
চামচা তোরা চামের মতোই
শরীর জুড়ে থাক,
আমরা করি ভাগ বাঁটুয়ারা
দেশ গোল্লায় যাক।
জনগণকে শাসন করে
ভোটটি নিবি তুলে,
যেমনে হোক ভোট জিতা চাই
ছলে বলে কৌশলে।
তার পরেতো পাঁচটি বছর
আয়েশ করে খাবি,
আমি যতই পাবো তার
কিছু তো তোরা পাবি।
আমার কথাই উঠবি বসবি
দাঁড়াবি আর চলবি,
আমি যাহা বলতে বলবো
ততটুকুই বলবি।
তোরা আমার মাসতুতো ভাই
আমার সাথে থাক্‌
নিজের জন্য আখের গুছায়
দেশ গোল্লায় যাক।