একদিন উজ্জ্বল হবে তুমি,
আমি জানি।
অসংখ্য কাঁটার মাঝে ফুটে উঠবে!
সৌরভ ছুটাবে বাতাসে,
সপ্ত রঙে রঞ্জিত হবে,
মগ্ন দৃষ্টিতে দেখবে তোমাকে সকলে।
দাদা একদিন তাচ্ছিল্যে ছুঁড়ে দিয়েছিল,
ভাইজির হাতে দিয়েছিলে ব্যথা।
আমি জানি তুমি নির্দোষ...;
অক্লান্ত আমি সিঞ্চনে রত এক প্রকার প্রতিদিন।
সৌন্দর্য বৃদ্ধির প্রচেষ্টাই
কৃষ্টি নুড়ির জোগান দিয়েছি।
আমার বিশ্বাস আজ বাস্তব,
ইচ্ছাশক্তির বিজয়ী আমি।
অসম্ভব আজ পরাভূত
সৌরমণ্ডলের একমাত্র মানব গ্রহে।
তাই মানুষ শ্রেষ্ঠ আজ,
পাষাণে ফুটে ফুল,
কাঁচের মধ্যে জন্ম নেয় শিশু....!
রচনা-০১/০৬/২০০৯