অঝোর ধারায় বৃষ্টি যখন আসে,
আমার গভীরে শ্রাবণ ধারা বয়,
হৃদয়খানি দুঃখ বানে ভাসে,
সুখী থাকার করি অভিনয়।
আজের মতোই বর্ষা মুখর দিনে
বিদায় জানিয়ে গড়েছো সংসার,
একবারো তো দেখোনি তোমার বিনে
হৃদয় ভেঙ্গে হয়েছে ছারখার।
হয়তো তোমার এও স্মরণে আছে,
প্রথম যবে হয়েছিল পরিচয়,
ভিজতে ছিলাম দাঁড়িয়ে গাছের নিচে
তোমার ছাতায় দিয়েছিলে আশ্রয়।
এখনো আমি তোমার অপেক্ষায়
বর্ষা দিনের জানায় আহ্বান,
এখনো আমি আগমনী গান গাই,
বর্ষা এলেই বেঁচে উঠে এই প্রাণ।