অতিমারি আজ নিচ্ছে কেড়ে অযুত-নিযুত প্রাণ
ক্লান্ত পৃথিবী রুগ্ন জীবন আনন্দও আজ ম্লান ৷
প্রাণবায়ুর আজ বড়ই অভাব নিঃশ্বাসে আজ বিষ
মৃত্যু আজিকে শকুন হয়ে দিয়ে যায় দ্বারে শিষ |
আতঙ্কে আজ কাঁপছে মানুষ এই বুঝি প্রাণ যায়
রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে মানুষেরা অসহায় ৷
কৃত্রিম আহার গ্রহণ করেছে পুষ্টি আহার ঠেলে ,
জঙ্গল কেটে বসত গড়েছে কংক্রিটে দেওয়ালে ৷
দ্রৌপদী-ধরার হরিৎ বসন হরন করেছো তোমরা,
মহামারীর এই কুরুক্ষেত্রে মরছে তো কৌরবেরা |
বৃক্ষ রোপনে সচেষ্ট হও ধরা করো আবার ধন্য,
সুস্থ পৃথিবী গড়ে দিয়ে যাবো আগমী শিশুর জন্য ৷
বিশ্ব পরিবেশ দিবসে হোক সবার এই ধ্যান-জ্ঞান
প্রতিটা মানুষ দুটি গাছে দিবে মা-বাবার সম্মান ৷