গাছকে আমরা দেবতা মানি
গাছকেই করি পূজা ,
নিশ্বাসে এসে প্রাণ যে দেই
মন্দিরে বৃথা খোঁজা ৷
আজ এ দুর্দিনে বুঝল মানুষ
বৃক্ষের কত দাম,
বৃক্ষ ছেদন হলো নির্বিকারে
পেল তার পরিণাম ৷
হাহাকার আজ প্রাণবায়ু তরে
টানাটানি নিশ্বাসে ,
ফুসফুসে আজ মারণ ব্যাধি
প্রাণ যায় বুঝি ত্রাসে ৷
বন কেটে সব নগর গড়েছো
ভরেছো সব কংক্রিটে,
জঙ্গল সব উজাড় করেছো
গাছ নিয়ে গেছো কেটে |
কোথায় পাবে আজ প্রাণবায়ু তোরা
কি দিয়ে যাবে সন্তানে,
বারি হীন ধরা? প্রাণ হীন বায়ু ?
যে রুগ্ন পৃথিবী হানে ?
স্বার্থের লোভে ধংস করেছো
সামান্য বাঁচার সম্বল,
অর্থের মোহে মানবিকতা হারিয়ে
আর কত করবে ছল?
পার যদি টুকু ফিরে এসো আরো
গড়ে তলো ধরা শ্রেয়,
আগামীর শিশুর এই ধরা হবে
বেঁচে থাকার উপাদেয় ৷
আমরা কৃষক, ধরণীর সেবক
সেবা করি প্রতিফল বিনা,
ঈশ্বর জ্ঞানে বৃক্ষ দেবতাই
করে যাবো আরাধনা ৷