বলবো কত দুখের কথা
বলতে লাগে লাজ,
বোতল দেশী চড়িয়ে দাদু
বেহুঁশ হল আজ।
বর যাত্রী গিয়ে ছিল
বেনে বাবুর বিয়ে,
বাজনা তালে নাচে দাদু
বাঈজী সঙ্গে নিয়ে।
বিঁড়ি ফুঁকে চুরুট ফুঁকে
বোতল টানে দেশী,
বিয়ার, হুইস্কি টেনে বলে
বিলিতি নয়, আশি।
বেহুঁশ হয়ে ফিরল দাদু
বিড়বিড় করে মুখে,
বক্র বানে দিদা তারে
বিদ্ধ করে দুখে।