বিবস এবং বাধ্যবাধকতায়
হৃদ অন্তরে কান্না গড়া,
"একটি পয়সা দাও না বাবু"
আমরা যে হায় সর্বহারা।
আমরা কেহ জন্মান্ধ, খোঁড়া
কেহ ঠুটো অসহায়,
সচ্ছলতায় জীবন ধারন
অন্ন বস্ত্রে বাঁচা দায়।
দৈব্য দোষে বিকলাঙ্গ
সৃষ্টিকর্তার পরিহাস,
মানবিকতার সহায়তায়
বাঁচা যেন এক উপহাস।
অসম্পুর্ণ কলেবর তাই
সমাজ দেয় না সঙ্গ,
তাচ্ছিল্যে আর অবহেলায়
আমরা যে বিকলাঙ্গ।
অনাথের নাথ দয়াল প্রভু
তিনি দিয়েছেন সাথ,
বিকলাঙ্গের সমব্যথীত
কৃষ্ণ ঠুটো জগন্নাথ।
"সহমর্মিতার সংবেদন"