ইংরেজরা ছাড়লেও দেশ বিভেদ সৃষ্টি করে,
বুনলো ভায়ে ভায়ের প্রতি বিদ্ধেষ বিষ অন্তরে।
সেই বিষেতে জর্জরিত হলো যে বাংলাদেশ,
স্বাধীন হয়েও পাক পরাধীন রইল অনিমেষ।
সৃষ্টি হলো ভাষা সংস্কৃতির ঘৃণ্য আচরণ,
অবাধ্যতায় ছড়িয়ে পড়ে অত্যাচারের রণ।
শাসন শোষণ লুণ্ঠন আর মাতা ভগ্নী ধর্ষণ,
রাজপথের রক্ত ধারায় তিরিশ লক্ষ প্রাণ।
দৃপ্ত কণ্ঠে মুজিব রহমান প্রতিবাদী হাঁক ছাড়ে,
লক্ষ্য শিশু যুবক বৃদ্ধ পাক হানাদার তাড়ে।


আজকে দেশে অমন শান্তি হরিৎ শস্যের মেলা,
নিজ সংস্কৃতি,রীতিনীতি আর ভাষায় কথা বলা।
রক্ত হোলির সেই ডিসেম্বর বছর ফিরে আসে,
অশ্রু সজল শ্রদ্ধাঞ্জলিতে বীর সেনানী ভাসে।
সালাম জানায় সে সব বীরের নিস্বার্থ বলিদান,
যুগ যুগান্তর রবে অক্ষত তোমাদের অবদান।