রক্ত মাংসের শরীর নিয়ে
সবার এই জীবন,
ব্রাক্ষ্মন,ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র
কিসের বিভাজন।
কোন্ মাতা কোন্ সন্তানকে
হীন নজরে দেখে?
সব সন্তানকে সমান ভাবে
স্নেহ যতনে রাখে।
তাহলে তুমি কেমন সৃজক
ভিন্নতা দাও নরে?
উচ্চ নিচের বিভাজন আজ
শ্রেণী বৈষম্য ঘিরে!
কেমন তোমার অমোঘ বাণী
দলিত নীতি গাথা,
ধর্ম ভেঙ্গে হোক খান্খান্
অস্পৃশ্যতার গীতা।