ভূতের কথা বলবো কত
ভূতের নেইকো শেষ,
ভূতে ভূতে মাসতুতো ভাই
শোষন করছে দেশ।
আজকে দেশে ভূত রাজত্ব
ভূতের সিংহাসন,
গণতন্ত্রকে পেষণ করে
কলঙ্কিত আসন।
মনোনয়নে ভূতের রাজ
বেলট বাক্স হরণ,
ভূত বিরুদ্ধ আচরনে
ভোটারদের মরণ।
শোষন নিপীড়ন অত্যাচার
এমনকি মরণ ভয়,
ছল, বল, কৌশল দ্বারা
যেভাবে হোক জয়।
পঞ্চ বৎসর ভূত রাজত্ব
গরীব মরুক প্রাণে,
মদ মাংস ললনা কোঠায়
ভূতেরা আর কি জানে।
দালান বাড়ি ফ্লাইট  জমি
সুইস ব্যঙ্কের খাতায়,
কোথায় কতটা রয়েছে পড়ে
হিসাব নেইকো মাথায়।
পাঁচ বছর ধরে যতটা পারে
গুছায় নিজের জন্য,
সবাই ভূত, তাড়াবেটা কে
সত্যি এদেশ ধন্য।