নাম্বার যাবে না কাটা
বানান হলে ভুল,
বাংলা জুড়ে এবার থেকে
এটাই নতুন রুল।
ভবিষ্যতের কারিগর নাকি
দেশ চালাবে এরা,
গোড়ায় গলদ ক্ষতি কি
ভুল বানানে ভরা।
ইংরেজিটা তুলে দেওয়া
বাম জামানার ভুল,
দ্বাদশ যোজন পিছিয়ে বাংলা
ছিঁড়ছে মাথার চুল।
মূল্যায়ণটা তুলে দেওয়াও
নয় কি ভুলের ধারা,
শিক্ষা দীক্ষা উঠলো লাটে
নম: নম: তেই সারা।
ডিভিজেনটা তুলে দিয়ে
এবার এলো গ্রেড,
হীনমন্যতায় ভুগলো না কেউ
সবাই হলো গ্রেট।
দেদার খুশী যেমন লেখো
একটুও নেই ভয়
আমাল বানাল ভুল ধরোলা
সিক্কা পরসদের জয়।