নির্বাচন কথ কথন
করি আমি চেষ্টা ,
নেতাদের গুষ্টিতে
চলে এই দেশটা।


ভোট কালে কর জোড়ে
ঘিলু খায় মজ্জা।
পায়ে পড়ে ধুল চাটে
নাই তাতে লজ্জা।


বলে আমি সাধু জন
জনগণ হিতকারী,
দেশ সেবা করবো
তাই করি জারিজুরি।


আগে তার নাম ছিল
পাড়া গাঁয়ে হেংলা,
ভোটে জিতে ঠুকে দিল
বড় এক বাংলা।


গাড়ী ঘোড়া হলো আজ
আগে ছিল সাইকেল,
সাধু আজ খেয়ে মদ
নাচে যেন মাইকেল।


নেতাগণ ভোটে জিতে
চুষে খাই দেশটা,
জনগণ যেনে শুনে
পোঁ-দে নেই বাঁশটা।