মায়ায় গড়া এই সংসারে
স্বপ্ন অধিক জ্বালা,
স্বপ্ন ছাড়া বাঁচার মানে
জীবন অবহেলা।
বাল্যকালটা জীবন বোধের
নেইকো দাবিদাবা,
কৈশোর আর যৌবন কাল
প্রেমের তরে ভাবা।
প্রাক্ পরিণয় জীবন সঙ্গী
সেই নিয়ে মন দোলে,
ভাবনা তখন তারই নিয়ে
জীবন সাথী হলে।
সুসন্তানের সুখ দর্শন
কামনা জাগে মনে,
হওয়ার পরে তাদের নিয়ে
বাসনা শুধুই প্রাণে।
গড়তে তাদের সুভবিষ্যত
সুস্থ জীবন কাল,
তাদের তরে বাইতে হয় রে
জীবন নাওয়ের হাল।
নিজেকে আজ নিঃশেষ করি
তাদের সুখের তরে,
আনন্দের বানে ভাসে মন
মানুষ রূপে গড়ে।
কিন্তু যখন সেই সন্তান
মা বাপে করে হেলা,
কে কোন হৃদয়ে সইতে পারে
সেই বেদনা জ্বালা?
জন্ম থেকে আমৃত্যু বোধি
স্বপ্ন পরের তরে
নিজের সুখ অপরে দিয়ে
দুঃখ সহি অকাতরে।
যাদের নিয়ে ভাবনা আজীবন
কি হবে আমার অবর্তমানে,
তারাই তখন ফেলবে দূরে
নিজের চরকা নিজে টেনে।
ভাবনা আজ প্রথম এলো
কি হব নিজ মৃত্যুর পরে,
কোথায় গিয়ে উঠবো আবার
ভাসবো নাকি মাঝ সাগরে?
আত্মা আমার কোথায় যাবে,
স্বর্গ কিম্বা নরকগামী,
কোথায় যাব হিসাব দিতে
জন্নত না পূণ্যভূমী?
আর নয় কারো জন্য ভাবা
নিজের তরে ভাববে মন,
করুণাময়ে আত্মোত্সর্গে
নিজের তরে আত্মাম্বেষণ।