ভাবিনি তো কালো রাত
কালো হয় কেন,
ভাবিনি তো ফুল গুলি
সুন্দর হেন!
সাগর গভীর কেন
পাহাড় নির্বাক,
মধুতে পূর্ণ কেন
মৌমাছি চাক!
অগ্নিতে তাপ কেন
বরফ শীতল,
পিপাসা মিটে যায়
কেন খেলে জল!
শুধু ভাবি নিজ জন
হয় কেন দূর,
প্রেম দিলে ব্যথা দেয়
এতো নিষ্ঠুর।