গুল গুলালে আবির মেখে
             বেরিয়েছিলাম খেলব হোলি,
মনের মানুষ পেলাম নাকো
                খুঁজে ফিরলাম অলিগলি।
পিচকারী আর রঙের খেলায়
                ছোট্টো ছোট্টো শিশুর দল,
একে অপরে রাঙিয়ে দিয়ে
                  তারা বাধায় কোলাহল।
কিশোর যুবকদের ধাঁন্ধা শুধু
                 প্রেমিকার দর্শনের আশে,
ঘুর ঘুর ঘুর করছে তারা
             প্রেমিকার ঘরের আশেপাশে।
হৈ হুল্লোড় জমজমাটে
               ডিজে বক্সের নোংরা গানে,
জোর পূর্বক রঙ ঢেলে যায়
                সভ্য সমাজ অতিষ্ঠ প্রাণে।
চেংড়ার দল বৌদি আশে
                 রঙ মাখাচ্ছে অবাধ ঢঙে,
যথাতথা আজ ঢালতে পারে
             বাধা নাইকো দোলের রঙে।
সেই সুযোগে এক দুষ্টু বৌদি
         হ্যারিকেনের কালি হাতে মেখে,
ঘরের কাছেই দাঁড়িয়েছিল
               হাত দুটিকে পিছনে রেখে।
হাসতে হাসতে এক ইঁচড় দেওয়র
              রঙ মাখানোর আশাই গেল,
আবির দিতে যেই গিয়েছে
                দুষ্টু বৌদি জাঁকিয়ে ধরল।
বিষাক্ত হ্যারিকেনের কালি
                 মাখালো তার চক্ষু মুখে,
জ্বলন শুরু হল তার গালে
                   জ্বলন শুরু হল চোখে।
সেই চোখে সে ঝাপসা দেখলো,
            চোখের জ্যোতিও কমে এল,
রঙ রঙিনে ভাষতে এসে
                  নয়ন জলে পূর্ণ হলো।



আসরের সকল শ্রদ্ধেয় কবি, কবি বন্ধু ও কবি ভাই বোনদেরকে দোলযাত্রা ও হোলির শুভেচ্ছা ও শুভকামনা জানালাম।সবার পরিবারে সবার অন্তর খুশির রঙে রঙিন হয়ে
উঠুক এই কামনা করি।