আজকে আবার হটাৎ করে
কাঁদছে আমার মন,
আমায় ছেড়ে গেছিস চলে
তুইরে আপন জন।
ওরে, তুই বুঝলি নারে
আমার মনের দুখ,
আমায় ছেড়ে এসংসারে
পাবি নারে তুই সুখ।
আয় না রে তুই আয় না কাছে
বাস না ভাল ফিরে,
দুজনায় মিলে স্বপ্ন গুলো
সাজায় নতুন করে।
জানি রে জানি,আসবি না তুই
বাসবি না ভাল আর,
আমার মনের স্বপ্ন গুলো
হোক না ছারখার।
কাঁদবো না হয় চোখের জলে
কাঁদবো কিছু দিন,
তবু আমি সুধবো রে তোর
ভালবাসার ঋণ।
থাক সুখে তুই যেথায় থাকিস
স্বামীর সোহাগ ভরে,
আমি না হয় ভাসাবো বুক
অঝোর ধারায় ঝরে।
তোর রে যত দুঃখ আমায়
দিস্ রে আঁচল ভরে,
তা সব নিয়ে যাবই চলে
বেদনার বালুচরে।