তব আগমনী পথ চেয়ে আছি
এবার এসো হে বসন্ত,
অসহ্য এই শীতের কামড়ে
হয়ে গেছি ক্ষত বিক্ষত।
জানায় আজ ঝরা পাতারা
আবেদন শত শত,
ঝলমল রোদ্র সুবাসিত বাতাস
তোমায় ডাকছে অবিরত।
বসন্ত সখা আজ অলস দুপুরে
গেয়ে যায় প্রাণের গান,
উছলিত মন হৃদয় আবেশে
প্রাণ করে আনচান।
বন বাদাড়ে জলে জঙ্গলে
প্রস্ফুটিত কত না ফুল,
রাখাল বালক ধেনু লয়ে ফিরে
উড়ায়ে গোখুর ধুল।
শুকনো বাঁশের পাতায় আজিকে
উঠিছে মর্মর ধ্বনি,
সেই বেদনা ভারাক্রান্ত ধরা
আকুলিত সকল প্রাণী।
পুলকিত মন অন্তর আবাহন
শুন হে রঙিন ফাগুন,
এসো এসো বিলম্বহীন প্রাণে
জ্বালাও প্রেমের আগুন।
রচনা
২০/০১/২০১৮
নিজ গৃহ কুটির