এসেছে আষাঢ়, এসেছে বর্ষা
  এসেছে চাষীর ক্ষেতে,
  খোলা বাতায়ন জাগায় শিহরণ
  স্নিগ্ধ শীতল প্রাতে।  
  ঝম্‌ ঝম্‌ ঝম্‌, ঝর্‌ ঝর্‌ ঝর্‌
  ঝরছে বারিদ রাশি,
  সর্‌ সর্‌ সর্‌ পবনে যেন
  বাজছে কোথাও বাঁশি।
বর্ষার দিনে গ্রামীন জীবন
  পঙ্কিল কর্দময়,
  মকমকি আর ঝিঁ ঝিঁ পোকা রবে
  সন্ধ্যা মুখর হয়।
  আজিকে ধরায় খুশী অনন্ত
  চাষীদের কোলাহল,
  সৃষ্টি সুখের আনন্দেতে
  মাঠে ঘাটে চঞ্চল।
  কৃষাণ কৃষাণী ধেয়ে চলে আজ
  সবুজের আহ্বানে,
  মহামারীর এই দুঃসময়েও
  আতঙ্ক নেই প্রাণে।
স্বদেশবাসীর অন্ন যোগানে
কৃষাকরা দরাজ হস্ত
দায়িত্ব ও কর্তব্যের ভার
নিজের উপরেই ন্যস্ত ৷
  দিনবসানে অবশ শরীরে
  চাষীরা ফিরে গৃহে,
  দু মুঠো আহার মুখে তুলে দিয়ে
  ক্লান্তিতে যায় শুয়ে।
সময়ের তালে দেশ বদলালেও
চাষীর রয়ে যায় ক্ষত,
যুগ যুগ ধরে একই ধারাপাত
গেয়ে যায় অবিরত।


  ০৪/০৭/২০