ছলাৎ ছলাৎ বর্ষা রাণী
নুপুর পায়ে চলে,
তাই না দেখে ময়ূর পাখি
পেখম ডানা মেলে।
বর্ষা রাণীর চঞ্চলতায়
হরিণী লজ্জা পায়,
প্রজাপতির রঙিন পাখায়
পরাগ ছড়িয়ে যায়।
বর্ষা রাণীর মধুর কন্ঠে
কোকিলো হার মানে,
ময়না, টিয়া, দোয়াল, শ্যামার
শ্রুতি মধুর গানে।
বর্ষা রাণীর ঝর্ণা ধারায়
কৃষক আত্মহারা,
খারিফ চাষে সরস প্রাণে
শষ্য শ্যামল ধরা।
বর্ষা রাণীর গুল্ম লতায়
সতেজ সরস্বতা,
রিক্ত প্রাণে সিক্ত ধারায়
সবুজ চঞ্চলতা।
বর্ষা রাণীর ধারাপাতে
চৌদিকে মকমকি,
ঝিঁঝিঁ পোকা সাঁঝের কালে
মিটমিটে জোনাকি।
বর্ষা রাণী বর্ষা রাণীর
বর্ষা বিধুর গানে,
গাঁঙুড় ভাঙ্গা বাণভাসিতে
দুঃখ বিষাদ প্রাণে।
খড়ের চালা ছিন্ন জ্বালা
বিনিদ্র নিশি বাস,
বর্ষা রাণীর উদারতায়
বন্যা ভাসায় চাষ।
কুটির গৃহে বর্ষা রাণীর
ধুঁয়ায় উনুন জ্বালা,
দিন মজুরীর পরিবারে
জীবন ঝালাপালা।
বর্ষা রাণী তোমার বর্ষা
অল্পেতে নয় সুখি,
মধ্যম ধারায় সিক্ত ধরা
অধিক হলে দুখি।