এক নির্দয় গৃহত্যাগী প্রিয়তমের প্রতি প্রিয়তমার আকুল আবেদন।
ঝিরি ঝিরি ঝিরি,
পড়িতেছে ঝরি,
আকাশের বারি,
ভিজিতেছে গিরি
ভিজিতেছে শাখী,
ভিজিতেছে পাখি,
উঠিতেছে ডাকি
মত্ত দাদুরী।
সারাদিন কাল,
ওগো তুলি পাল,
ধরিয়াছো হাল,
ভিজিতেছে তরী।
মন প্রাণ কাড়ি,
যাইতেছো ছাড়ি,
কোন পথে পাড়ি
দিয়াছো প্রসারী।
এ ঘোর শ্রবণে,
অন্তর গহনে,
পুলক পবনে
তোমাকেই স্মরি।
কালো কালো মেঘে,
প্রাণ ওঠে জেগে,
পরম সোহাগে
জড়াইয়া ধরি।
বিজলী চমকে,
উঠে মেঘ ডেকে,
কাঁটা বিঁধে বুকে,
তোমারে নেহারী।
বরষায় একা,
মেঘে থাকে ঢাকা,
লাগে ফাঁকা ফাঁকা,
লাগে মন ভারি।
ওগো শোনো মানা,
ছেড়োনা ছেড়োনা,
সম্পর্ক পুরানা,
অনুরোধ করি।
তুমি যাবে পার,
স্মৃতিটা তোমার,
অন্তর আমার
রাখিয়াছে ধরি।
কুল-ধন-মান,
লহর সমান,
আমার পরাণ
যাইতেছো হরি।
লহ মোরে সঙ্গে,
জড়াইয়া অঙ্গে,
লহর তরঙ্গে,
এক সাথে মরি।