অম্বর বায় আলোড়িত হোক
বাদল ঘনাক অঝোর ধারা,
পেখম তুলে ময়ুর নাচুক
হৃদয় মাঝে আত্মহারা।
সজীবতায় ভরুক ভূবন
শীতলতায় তৃপ্তি জুড়াক,
খারিফ শষ্য কৃষক মাঠে
খুশীতে আজ পরাণ হারাক।
দিক দিগন্ত ভরে উঠুক
শষ্য শ্যামল চাষীর জমি,
ঝিরিঝিরি ঝর্ণা ধারায়
শীতল হোক তপ্ত ভূমি।
জাহ্নবী আজ গতির ধারা
উছলিত হোক চঞ্চল বেগে,
পুষ্পরাজী শাখায় শাখায়
জলবিছুটিতে উঠুক জেগে।
মলয় পবন দিক্বিদিকে
সুরভিত হোক শ্বাস প্রশ্বাসে,
প্রতিক্ষারই অবসান হোক
চাতক কন্ঠ সলিল আশে।
গুল্মলতার দোল দোলুনী
ভূজঙ্গ আজ হার মানুক,
ময়না, টিয়া, দোয়েল, শালিক
কন্ঠ জুড়াক মনের সুখ।
ঝড়, বন্যা, প্রলয়, তুফান
ধংসলীলার অবসানে,
বর্ষা আসুক ধরায় নেমে
সুখ, আনন্দ, খুশীর গানে।