আজ প্রভাতে উদাস মনে
যেই উঠেছি শুয়ে,
পূব হতে আজ মেঘের দল
আসছে ধেয়ে ধেয়ে।
বন্ধু আমার ডাক দিয়েছে
মেঘেরা জানিয়ে দিল,
উদাস হৃদয় কেটে গিয়ে
ফুরফুরে মন হল।
তাইনা শুনে কাশের বনে
নাচ লেগেছে আজ,
আজকে ফিরি বনবাদাড়ে
থাকনা যতই কাজ।
চনমনে আজ মনটি নিয়ে
হাওয়ার সাথে ভাসি,
শীতল ছোঁয়ার অনুভবে
প্রণয় রাশি রাশি।
দোয়েল শালিক শিস্ দিয়ে যায়
ময়না টিয়া হাঁকে,
তাদের কণ্ঠে বন্ধু যেন
আজকে আমায় ডাকে।
শীতের রাতে যখন থাকি
নকসী কাঁথা মুড়ে,
বন্ধুর যেন পরশ পায়
অন্তর মন জুড়ে।
আর ফাগুনে কোকিল যখন
বিরহের গান গায়,
শূন্য হিয়া এপার ওপার
উদাস হয়ে যায়।
গ্রীষ্মকালে নিঝুম দুপুর
শূন্য হৃদয় মাঝে,
উদাস বাউল বিরহের সুরে
একতারা তার বাজে।
শ্রাবণ আসে অঝোর ধারায়
হৃদয় যেমন ঝরে,
পাশের বন্ধু থাকলে দূরে
মনটা কেমন করে।
ও সাদা মেঘ যখন যাবে
পূব আকাশে ফিরে,
আমার কথা জানিয়ে দিও
আমার বন্ধুটিরে।
বলে দিও বন্ধু তোমার
আজ যে নেইকো সুখী,
তোমার কথা ভেবে ভেবে
সদাই হয় যে দুখী।
আরো বলো তার কানে কানে
আমার কিছু কথা,
"বলে এ জগতে বন্ধু ছাড়া
মানব জনম বৃথা।"