বন্ধু আমার দূরে থাকে
তেপান্তরের পারে,
তবু যেন সদা উপস্থিত
আমারই অন্তরে।
হাসিতে তার মুক্তো ঝরে
তাহার প্রোফাইল,
তাইতো খুলে বসে থাকি
আমিও মোবাইল।
তার অপেক্ষায় যদিও আমি
অনবরতই মগ্ন,
জানি তো আছে মধ্যি খানে
হাজার বাধাবিঘ্ন।
বন্ধু তুমি যেথায় থাকো
যে ভাবেই থাকো,
সুখে থেকো বলবো শুধু
আমায় মনে রেখো।





বন্ধু দিবস উপলক্ষে আসরের সকল কবি বন্ধু ও পাঠক বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও ভালবাসা। সবাই ভাল থাকুন সুস্বাস্থ্যে থাকুন এই কামনা করি।