নব বিবাহিতা এক বধু কয়েকদিন শ্বশুরবাড়িতে থেকে বাপের বাড়িতে গেলে তার প্রিয় বান্ধবীর নিকট কয়েকটি প্রশ্ন উত্থাপন করে।

বল্‌ না সখী
========মূলচাঁদ মাহাত


সখী বল না চাঁদের গায়ে
                      দাগ লেগেছে কেন?
কপালে আমার কাটা দাগ
                     এক ফালি চাঁদ যেন!
তাইতো বলে আমার স্বামী
                           আমার প্রিয়তম,
সত্যি করে বল না রে সই
                          তাই কি অনুপম?
হাসলে নাকি জ্যোৎস্না ঝরে
                         আমার অঙ্গ জুড়ে,
আঁধার কালো বাদল করে
                         কুন্তল যবে উড়ে।
আমার চালে হরিণী  করে
                         লজ্জায় নত মাথা,
শপথ করে বল না সখী
                         একি সত্যি কথা?
গোলাপের পাপড়িও কঠিন
                        আমার অধর দুটি,
বলে, প্রভাতে জেগে ভাবে
                       গোলাপ আছে ফুটি।
গভীর ঝিলের মতোই বলে
                          আমার দুটি আঁখি,
( তার বুকেতে ঝর্ণা ঝরে
                          উদাস যবে থাকি। )
বল না সখী বল না ওরে
                           এ সব কথা খাঁটি?
নইলে যে রে আমার জীবন
                          ষোল আনাই মাটি!


বি. দ্র.-বন্ধনীর মধ্যে যে দুটি বাক্য আছে তার পরিবর্তে নিচের দুটি বাক্য বসাতে চাই। যদি ৫০ শতাংশের বেশী পাঠক  সহকবি  সহমত পোষণ করেন তবেই  বসাব। মতামতের  অপেক্ষায়  থাকলাম। ধন্যবাদ।

*নিতম্ব মোর দুলে যেন
              সোহাগ মাখামাখি।