তোদের দূর্গা আসার জন্য অপেক্ষাতেই রয়,
মোদের দূর্গা পণের দায়ে রোজ লাঞ্ছিতা হয়।
তোদের দূর্গা দুটি মেয়েতেও সংসারে খুব সুখী,
মোদের দূর্গার মেয়ে হওয়াতে প্রতিনিয়তই দুখী।
তোদের দূর্গা দুই ছেলেতে করে না ভাগের লড়াই,
মোদের দূর্গার ছেলে ভাগ হয়ে আজ মাকেই তাড়ায়।
তোদের দূর্গার কৈলাসতে মহাসুখের বাস,
মোদের দূর্গা খেত খামারে করে থাকে চাষবাস।
তোদের দূর্গা মাটির হলেও নানান রকম সাজ,
মোদের দূর্গা ছিন্ন বস্ত্রে কোনরকমে ঢাকে লাজ।
তোদের দূর্গার নৈবেদ্যে আজ নানান পরিপাটি,
মোদের দূর্গা ডাস্টবিনে আজ উচ্ছিষ্ট ঘাঁটাঘাঁটি।
তোদের দূর্গা অস্ত্র হাতে অসুর নিধন করে,
মোদের দূর্গা ধর্ষণ হয়ে অবলীলায় মরে।



বি.দ্র.-এই ভাব ধারায় অনেকগুলি কবিতা রচিত হয়েছে। তাই লোভ সামলাতে না পেরে আমিও একটা লিখলাম। যদি দৈবাৎ কারো কবিতাই কোনো লাইন মিলে যায় বলে দিলে সম্পাদন করে বদলে দিব।