শুভ্র বাদল উড়ছে আকাশ মাঠে
বৃষ্টি মেঘেরা আজকে নিয়েছে ছুটি,
তবু দেখছি কামিন মুনিষ যত
কর্ম প্রান্তে হাঁটছে গুটি গুটি।
কাশের বনে ঢেউ খেলে-যায় তবু
আগমনীর বাজছে কোথাও সুর
অলক্ষুণে আশ্বিন কেন আজ
মায়ের তিথি কে সরিয়ে দিয়েছে দূর।
পিতৃপক্ষ অন্তিম দ্বোরে আজ
মাতৃপক্ষ আসছে যতই কাছে
নিশ্চিত আয় বাঁধা, ওদের মতো
অনিশ্চিতেরা কেমন করে নাচে?
অতিমারির কবলে আজ সবে
বানের জলে ভাসছে সারা দেশ
দুমুঠো অন্ন নেই যে সবার মুখে
করুণাময়ীর আজ এ কেমন বেশ!
শুভ্র প্রাতে শিশির ভেজা ঘাসে
শিউলি ঝরে প্রভাত স্নানটি সারে
সেই প্রভাতেই নোংরা নেংটো ছেলে
ভাতের তরে দাঁড়ায় কারো দ্বারে!
১৪/০৯/২০