তোমরা এখন দেবী বোধনের
আয়োজনেতেই ব্যস্ত,
এদিকে বোধনার স্কুল ছুটিতে
দুঃশ্চিন্তায় ত্রস্ত।
রাত্রে না হয় মুড়ি খেয়েই
কাটিয়ে দেবে রাত,
কিন্তু কদিন বন্ধ হলো
মিডডে মিলের ভাত।

এদিক তোদের প্যান্ডালেতে
লক্ষ টাকার বাজেট,
সেই পাড়ারই কাজের মেয়ে
অন্ন খোঁজে পেট।
মালিক যাবে দেশ ভ্রমণে
পূজোর ছুটি পেয়ে,
সেই কটাদিন কাজ হারিয়ে
কাঁদছে কাজের মেয়ে।

পাথর খাদান, কয়লা খনি
থাকবে কদিন বন্ধ,
খেটে খাওয়া মানুষগুলির
হারিয়ে যাবে ছন্দ।
দিন আনি-দিন খায় যারা
হালে পায়না পানি,
কেমনে এ কদিন টানবে তারা
এ সংসারের ঘানি।

মায়ের স্নেহ সবার প্রতি
গরীব কিম্বা ধনী,
তবে কেন নিভৃতে কাঁদে
সব হারাদের বাণী।
তাদের যত আশা ভরসা
শুধুই তোমাকে ঘিরে,
এসো এসো মাদূগ্গা তুমি
শুধুই দীনের কুটিরে।